চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ত্রিমুখি সংঘর্ষে নিহত চার জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুর আড়াইটায় গণ্ডামারায় আনুষ্ঠানিকভাবে এই টাকা হস্তান্তর করবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাঁশখালীতে ৪ এপ্রিলের ঘটনায় নিহত চারজনের প্রতি পরিবারকে সরকারের পক্ষ থেকে ১৫ লাখ করে দেয়া হবে। শুক্রবার দুপুরে এ টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
উল্লেখ্য, বুধবার ‘গণ্ডামারা বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে সমাবেশ করে নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা করে দেয়াসহ ৯ দফা দাবি জানানো হয়।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস