রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৬:৪৬:৩৮

ডিসির খবর পাওয়ায় হাতেনাতে ধরা খেল জাহেদা

ডিসির খবর পাওয়ায় হাতেনাতে ধরা খেল জাহেদা

চট্টগ্রাম : ফেসবুকে খবর পাওয়ায় হাতেনাতে ধরা খেল জাহেদা হাসান (১৫)।  বয়স না হওয়ায় বিয়ে দিতে সব আয়োজন করেছিল জাহেদার পরিবার।  ঘটনাটি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নজরে এলে তিনি দ্রুত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন।

ফেসবুকে বাল্যবিয়ের খবর পান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।  নগরীর বাকলিয়া থানার রাজাখালি এলাকার একটি কম্যুনিটি সেন্টারে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেয় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসকের নির্দেশে শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমেল বলেন, জেলা প্রশাসক স্যারের ফেসবুক আইডি ‌‘জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম’-এ একজন ফ্যানের করা পোস্টের মাধ্যমে ফেসবুকে খবর পেয়ে বাল্যবিয়ের খবর জানতে পারেন।

ওই পোষ্টে জানানো হয়, বাকলিয়া থানার রাজাখালি এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে।  পরে জেলা প্রশাসক স্যারের নির্দেশে শনিবার বিকেলে স্থানীয় গুলবাহার কম্যুনিটি সেন্টারে অভিযান চালানো হয়।  অভিযানে দেখা যায়, জাহেদা হাসান (১৫) নামে এক স্কুলছাত্রীর বিয়ের অনুষ্ঠান চলছে।  এ সময় বাল্যবিয়েটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

তিনি বলেন, এ সময় উপস্থিত অভিভাবকরা মেয়ের বয়স প্রমাণের উপযুক্ত কোনো সনদ দেখাতে পারেনি।  পরে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন যে, মেয়ের বয়স ১৮ হয়নি।  এ সময় বরপক্ষ ও কনেপক্ষকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপস্থিত মুরুব্বিদের উপস্থিতিতে জরিমানা আদায় শেষে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত যেন ওই ছাত্রীর বিয়ে না দেয়া হয় এজন্য সবাইকে শপথ করানো হয়।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে