চট্টগ্রাম থেকে: এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা পঞ্চমুখ হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফী। রোববার সন্ধ্যায় হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজত আমির এ প্রশংসার কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে হেফাজত আমির বলেন, ‘ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নোংরামি ছড়ায়। এটাকে চরিত্র দোষ ও বিকৃত মানসিকতার বলে কঠোর সমালোচনা ও হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এটাকে অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়।’
আল্লামা শফী বলেন, প্রধানমন্ত্রীর বর্তমান উপলব্ধির পরিপ্রেক্ষিতে বিকৃত ও নোংরা মানসিকতার ধর্মবিদ্বেষী এসব দুষ্টচক্রকে দমন করার জন্য অবিলম্বে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে কঠোর আইন পাসের জন্য তার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।
কারণ, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য এটা জরুরি। দেশে এ ধরনের কঠোর আইন ও আইনের প্রয়োগ থাকলে দেশবিরোধী ষড়যন্ত্রকারী চরমপন্থার দিকে মানুষকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ পাবে না।
১৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস