বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:১৬:১২

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ বছরের শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে সেখানকার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কনজুরি বটতল এলাকার শীলপাড়ায় গতকাল ভোরে ঘটে এ ঘটনা।

নিহত মা ও শিশুর দুজনেরই পরিচয় পাওয়া গেছে। মায়ের নাম শেলী শীল (৩৪) ও শিশু অন্তরা (৫)। মৃত্যুর আগে শিশুটির মা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এই পরিবারে আরও একটি শিশু রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, শেলী শীল ওই এলাকার জনৈক অসীম শীলের স্ত্রী। ঘটনার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পারিবারিক কলহের কারণ জানার চেষ্টা করছে। গতকাল সকাল ১১টায় দুজনের মৃত্যুর খবর শুনে আশপাশের প্রতিবেশীরা বাড়িটিতে ভিড় করেন। এ সময় তারা দেখতে পান, খাটের ওপর শিশু অন্তরা মৃত অবস্থায় পড়ে আছে। তার মা শেলী গলায় কাপড় বেঁধে ঘরের ভেতর ফাঁস দেন।

খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বোয়ালখালী থানার ওসি সালাউদ্দিন। এ সময় পুলিশ ঝুলন্ত অবস্থায় শেলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বিকালে ওসি বলেন, প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায় সবার সন্দেহ হয়। এরপর ভেতরে লাশ দেখতে পাওয়া যায়। তিনি মৃত্যুর ধরন দেখে ভোররাতে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন।

পারিবারিক সূত্র জানায়, শেলীর স্বামী অসীম শীল ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি চট্টগ্রাম আদালতে কাজ করেন। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটির জের ধরে দরজা বন্ধ করে দেন শিশুর মা। এরপর গলায় ফাঁস দিয়ে মারা যান। তার ৮ মাস বয়সী আরেকটি শিশু এ সময় ঘুমে ছিল।

নগর পুলিশ জানায়, গত এক মাসে চট্টগ্রাম শহর ও জেলায় ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সব কটি ঘটনাই পারিবারিক কলহের জের ধরে।

গত সোমবার চট্টগ্রামে রাসেল নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নগরীর বাকলিয়ার আহমদুল্লাহ সড়কের একটি বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার লাশ নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল।

এরও কয়েকদিন আগে গত ১৫ই এপ্রিল নগরীর পাহাড়তলীতে গলায় ফাঁস দিয়ে তাহমিনা আক্তার জয়া নামে আরও এক নারী আত্মহত্যা করেছেন। নগরীর পাহাড়তলী থানার বাচা মিয়া সড়কের ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় জয়া ভাড়া থাকতেন। তার পরিবারে শাহরিয়ার ও আকন্দ নামে দুই ছেলে আছে। -এমজমিন

২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে