বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১১:১৫:২০

কবুতর নিয়ে থানায় মামলা, চাঞ্চল্য সৃষ্টি!

কবুতর নিয়ে থানায় মামলা, চাঞ্চল্য সৃষ্টি!

চট্টগ্রাম : কবুতর চুরির ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন এক গৃহকর্তা।  উপজেলার সারোয়াতলীর বাসিন্দা মুহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে ৫ জোড়া কবুতর চুরির দায়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ অভিযোগ দায়ের করেন গৃহকর্তা মহিউদ্দিন।  কুবতর চুরির ঘটনায় মামলা দায়েরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মুহাম্মদ মহিউদ্দিন সারোয়তলীর ইমামুল্লার চর মফিজুল হক মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি দৈনিক জনকন্ঠের বোয়ালখালী প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার অভিযোগে মহিউদ্দিন বলেন, তিন জোড়া গিড়াবাজ ও ২ জোড়া পঙ্খিরাজ প্রজাতির ৫ জোড়া কবুতর শখ করে পালন করেছিলাম তিনি।  গত বুধবার গভীর রাতে চোরের দল গোয়াল ঘরের দেয়ালে কাঠের বাসা থেকে ৫ জোড়া কবুতর নিয়ে যায়।  কবুতরগুলো ২ দুটো বাচ্চাও দিয়েছে।  তবে চোরের দল বাচ্চা দুটি নেয়নি।

তিনি বলেন, এর মধ্যে ৬টি কবুতর সাদা ও ৪টি সাদাকালো বর্ণের, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

বোয়ালখালী থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।  তদন্তে এর সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে