চট্টগ্রাম : এসএসসি পাস করে তিনি এমবিবিএস ডাক্তারের চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। ছয় মাসের এমএলএএফ কোর্স করে মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার সেজে ধরা খেলেন রাসেল কান্তি নাথ নামের এক তরুণ।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে।
চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, বুধবার দুপুরে মহানগরীর বাকলিয়া থানার সৎসঙ্গ সরণির বাস্তুহারা এলাকায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার রাসেল কান্তি নাথকে হাতেনাতে আটক করা হয়।
পরে মুচলেকা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয় আদালত।
মুচলেকায় রাসেল লিখেছেন, চার বছর আগে কক্সবাজারের একটি প্রতিষ্ঠান থেকে এমএলএএফ নামক ৬ মাসের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
তবে প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি তিনি।
৪এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম