বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০২:২৩:৩০

বিশেষজ্ঞ চিকিৎসক এসএসসি পাস!

বিশেষজ্ঞ চিকিৎসক এসএসসি পাস!

চট্টগ্রাম:  চট্টগ্রামে এসএসসি পাস করে রোগীদের সঙ্গে প্রতারণা করা এক ভুয়া ডাক্তারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


বুধবার সকাল ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার বাস্তুহারা এলাকার ‘নীল ভাগ হাউস’ নামে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। জানা গেছে, প্রতারক ওই ভুয়া ডাক্তারের নাম রাসেল কান্তি নাথ (২৫)। তিনি নিজেকে ‘আর কে নাথ’ হিসেবে পরিচয় দিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ সেজে ডাক্তারি পরামর্শ দিতেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রাসেল কান্তি নাথ জানান, 'কক্সবাজার জেলার কলাতলি মোড় সংলগ্ন একটি প্রতিষ্ঠান থেকে ৩-৪ বছর আগে ‘এলএমএফ’ নামে ছয় মাস মেয়াদী একটি প্রশিক্ষন নিয়েছি। এছাড়া আর কোনো অভিজ্ঞতা আমার নেই।'
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, রাসেল কান্তি নাথ মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে প্রতারণা করে আসছিলেন। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আর কখনও ডাক্তার পদবি ব্যবহার করবেন না বলে মুচলেকা দিয়েছেন বলে জানান রুহুল আমীন।

৫মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে