চট্টগ্রাম : চতুর্থ ধাপের ইউনিয়ন পরির্ষদ নির্বাচনের দিন চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরের ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ আটককৃত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে নুরুলকে এই দণ্ড দেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম হারুন-অর রশিদ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল বলেন, জাল ভোট দেয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে নুরুলকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওসি মো. ঈসমাইল আরও বলেন, নুরুলের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা হাটহাজারী থানায় মামলা হয়েছে। আজ সকালে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম