তৌফিকুল ইসলাম বাবর ও আহমেদ কুতুব: চট্টগ্রাম বিএনপিতে একাধিক নাশকতার মামলার আসামি নেতাদের পুরস্কৃত করা হয়েছে। যার বিরুদ্ধে যত বেশি মামলা দলের কেন্দ্রে তিনি পদও পাচ্ছেন তত বড়! তারা চট্টগ্রামে তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাদের এ পদপ্রাপ্তি নিয়ে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা নেতাকর্মীদের হয়রানি করতেই সরকার নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের জড়িয়েছে। দুঃসময়ে সক্রিয় থাকায় দল তাদের সেই ত্যাগের মূল্যায়ন করছে। দিচ্ছে স্বীকৃতি। অবশ্য নাশকতার ঘটনায় জড়িতদের দলের কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে।
এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব করা হয়েছে নাশকতার ২১ মামলার আসামি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীকে। একইভাবে দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ১৫ মামলার আসামি চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে। ১১ মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আবুল হাশেম বক্করকে করা হয়েছে সহসাংগঠনিক সম্পাদক।
একই পদ পেয়েছেন তিন মামলার আসামি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীমও। চট্টগ্রামে তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এর বাইরে চট্টগ্রামের আরও বেশ কয়েকজন নেতাকে কেন্দ্রীয় বিএনপিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিরুদ্ধেও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বহু মামলা রয়েছে। নাশকতার এসব মামলার বেশিরভাগই হয়েছে ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে।
বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বলেন, 'দলের দুঃসময়ে তৃণমূলে সক্রিয় থাকার কারণে দলের নেতাকর্মীদের নাশকতার একাধিক মামলায় আসামি করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখন সেসব ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করছেন। এরই অংশ হিসেবে আমাকেও দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে।'
বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, 'বিএনপির আন্দোলন-সংগ্রাম প্রতিহত করতে নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নাশকতার মামলা দেওয়া হয়েছে। নাশকতার মতো কোনো ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরও আমার বিরুদ্ধে রয়েছে ১৫টি মামলা। নেত্রী (খালেদা জিয়া) আমাকে দলের সাংগঠনিক সম্পাদক করে সেই ত্যাগের স্বীকৃতি দিয়েছেন।'
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী সমকালকে বলেন, 'বিএনপি নেতা আসলাম চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, আবুল হাসেম বক্কর ও মাহবুবুর রহমান শামীমের বিরুদ্ধে একাধিক মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। যাদের বিরুদ্ধে এত মামলা, তাদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় আমরা বিস্মিত হয়েছি।- সমকাল
১০ মে ২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ