চট্টগ্রাম : মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা শেষে চট্টগ্রামে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে হয়েছে।
বুধবার বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনাস্থল থেকে জানান, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা যোহোরের নামাজের পর প্যারেড ময়দানের পূর্ব গেইটের পাশের রাস্তায় নিজামীর জন্য গায়েবানা জানাজার জন্য সমবেত হয়।
এ সময় পশ্চিম গেইটে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর জানাজা প্রতিহত ও মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মীরা।
ময়দানের পূর্ব গেইট বন্ধ করে সেখানে অবস্থান নেয় পুলিশ। তারা জানায়, গায়োবানা জানাজা শেষে শিবির নেতাকর্মীরা ওই গেইট ভেঙে ময়দানে প্রবেশ করে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে কিছুক্ষণের মধ্যে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানা যায়।
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস