রাঙামাটি : প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা বাতিলের দাবিতে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় দুই বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
পার্বত্য গণশ্রমিক পরিষদ নামে আরেকটি সংগঠন হরতালের সমর্থন দিয়েছে। মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক মো. রাসেল ইসলাম সাগর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সর্বাত্মকভাবে হরতাল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
জানােগেছে, এর আগে ২২ মে কর্মসূচিটির ডাক দেয়া হলেও ওইদিন পবিত্র শবে বরাতের কারণে তা পিছিয়ে ২৬ মে করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার ও ২০০১ সালের ভূমি আইন পুনঃবিবেচনার প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হবে।
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের পক্ষে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাঁদাবাজি, খুন, অনৈতিককাজ, রাহাজানি ও টোকেন বাণিজ্য যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন এ অঞ্চলে রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী থাকতে হবে।
সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকা বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানায় পরিণত হবে। এসব কারণে প্রধানমন্ত্রীর সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা বাতিল করতে হবে।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম