বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:৩২:৪৯

এবারও জামিন পায়নি সেই রনি

এবারও জামিন পায়নি সেই রনি

চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অস্ত্র মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এসএম নুরুল হুদা এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একিউএম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দায়ের মামলায় আদালত নুরুল আজিম রনির জামিন মঞ্জুর করলেও, অস্ত্র মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এ মামলার ক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত ১০ মে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজার আদালত দুই মামলায় নুরুল আজিম রনির জামিন আবেদন না মঞ্জুর করেন।

এর আগে গত ৭ মে (শনিবার) হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ নেতৃত্বে অভিযান চালিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্রসহ আটক করে। এ সময় রনির সঙ্গে থাকা আরো ৯ জনকে আটক করা হয়। তাদের হাটহাজারী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬-এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে