বুধবার, ০১ জুন, ২০১৬, ০৫:২৪:০৮

নিবার্চন কর্মকর্তাকে পেটালেন এমপি

নিবার্চন কর্মকর্তাকে পেটালেন এমপি

চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পছন্দ মতো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্ট নিয়োগ না দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছেন বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা।

১ জুন বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা সকাল থেকে উপজেলা নির্বাচন ভোটকেন্দ্রে নিজেদের পছন্দের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্ট নিয়োগে চাপ দিয়ে আসছিলেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম তাদের সে আবদার রক্ষা না করায় এমপি মোস্তাফিজুর রহমান নিজে ও তার অনুসারীরা তাকে মারধর করে।

আব্দুল বাতেন বলেন, মারধরের শিকার নির্বাচন কর্মকর্তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।  

এ ঘটনায় ঢাকার ‍নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন চট্টগ্রামের ৬টি উপজেলায় ৫৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে