শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ১২:৫৩:২৫

আলোচিত সেই এমপির বিরুদ্ধে মামলার আদেশ থানায়

আলোচিত সেই এমপির বিরুদ্ধে মামলার আদেশ থানায়

চট্টগ্রাম : চট্টগ্রামের আলোচিত সেই সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা নথিভূক্ত করেছে বাঁশখালী থানার পুলিশ। চলমান ইউপি ভোটের মধ্যে নির্বাচন কর্মকর্তাকে ‘পেটানোর’ ঘটনায় তার রিদ্ধে মামলার জন্য ইসির অফিস আদেশ বাঁশখালী থানায় পৌঁছালে শুক্রবার দুপুরের আগেই মামলাটি নথিভূক্ত করা হয়।

মামলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে বাদি হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৩/৩৪৩/৩৪ ধারায় অভিযোগ আনা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে এবং বিকেল পাঁচটার পর লিখিতভাবে মামলা করার অনুমতি পান নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলাম। যার অনুলিপি পৌঁছে বাঁশখালী থানায়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ইসির লিখিত আদেশ থানায় পৌঁছেছে। আমি থানায় যাচ্ছি, মামলা নথিভূক্ত হওয়ার পর আপনাদের জানাতে পারব।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবীবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘নির্বাচন কমিশনের লিখিত আদেশ আমরা পেয়েছি। এফআইআর প্রস্তুত, এখন বাদির স্বাক্ষরের পর সেটি খুব শিগগিরই নথিভূক্ত করা হবে।’

বুধবার দুপুরে বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম মারধরের শিকার হওয়ার পরপরই বুধবার বিকালে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে