রবিবার, ০৫ জুন, ২০১৬, ০৩:৫৩:৪৮

‘একজন দৌড়াইয়া আইসা আম্মুকে চাকু ঢুকাই দিসিল’

‘একজন দৌড়াইয়া আইসা আম্মুকে চাকু ঢুকাই দিসিল’

ঢাকা : একজন দৌড়াইয়া আইসা আম্মুকে চাকু ঢুকাই দিসিল বলে কাঁদতে কাঁদতে বলে নিহতের ছেলে আক্তার মাহমুদ মাহি (৭)।

ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তারকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা।  রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন মিতু।

পথে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে।
 
নিহতের ছেলে আক্তার মাহমুদ মাহি (৭) মায়ের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিল এভাবে, ‘ওই যে গুণ্ডা, আম্মুকে মারসে।  ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়সিল। ওখানে তিনজন ছিল।  

সে বলে, তারপর একজন দৌড়াইয়া আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল।  আরেকজন গুলি মেরে মেরে ফেলসে।  তারপর আম্মুর মুখের থেকে রক্ত বের হচ্ছিল।

মিতু তার দুই সন্তানকে নিয়ে জিইসি মোড় এলাকার একটি বাসায় থাকতেন।  তার স্বামী বাবুল আক্তার তিনদিন আগে বদলি হয়ে ঢাকায় এসপি হিসেবে যোগদান করেছেন।
৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে