বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৪:৩৫:৩৭

এসপির স্ত্রী মিতু হত্যায় আটক নছর কেন মাজারে?

এসপির স্ত্রী মিতু হত্যায় আটক নছর কেন মাজারে?

চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক ছাত্রশিবিরের সাবেক নেতা আবু নছর গুন্নু (৪০) কেন মাজারে তা খতিয়ে দেখছে পুলিশ।

দুই দফায় মধ্যপ্রাচ্যেও ছিলেন তিনি।  তিনি নিজের পরিচয় আড়াল করতেই এই মাজারে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।

৮ জুন বুধবার দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দেবদাস ভট্টচার্য বলেন, গ্রেপ্তারকৃত আবু নছর দুই দফায় মধ্যপ্রাচ্যে ছিল।  বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে অংশ নেয়ার তথ্য আছে।  সীতাকুণ্ড থানায় একটি অপহরণনসহ হত্যা মামলারও আসামি তিনি।  ৫-৬ বছর আগে বিদেশ থেকে ফিরে হাটহাজারী একটি মাজারে নিজেকে আড়াল করে নেন।

মাজারের খাদেম কিনা জানতে চাইলে তিনি বলেন, ঠিক খাদেম নয়, মাজারের রক্ষণাবেক্ষণে আছেন তিনি।  জামায়াত-শিবির হলেও আড়ালে আশ্রয় নিয়েছিলেন তিনি।

এদিকে স্থানীয় সূত্র জানায়, ফরহাদাবাদ মুসাবিয়া দরবার শরিফের বড় জামাতের পক্ষের লোক ছিলেন আবু নছর।  ফরহাদাবাদে মুসাবিয়া দরবার শরিফ নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছিল।

একটি পক্ষে ছিল এক পরিবারের বড় জামাতা।  আর অন্যপক্ষে ছিল ছোট জামাতা।  বড় জামাইয়ের পক্ষে ছিলেন আবু নছর।
৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে