শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৬:১২:২৪

মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন থেকে ছোরাসহ দাড়িওয়ালা যুবক আটক

মিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন থেকে ছোরাসহ দাড়িওয়ালা যুবক আটক

চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন থেকে জঙ্গি সন্দেহে দুটি ছোরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনঅ

তিনি বলেন, মানবন্ধনে সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবকে আটক করা হয়।  তার কাছ থেকে দুটি ছোট আকারের ছোরা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।  তবে তার নাম পরিচয় জানা যায়নি।  যুবকটির মুখে দাড়ি আছে।

মানবন্ধনে কেন তিনি এসেছেন তা বলতে পারেননি ওসি।  তিনি বলেছেন, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।  

এদিকে মিতুর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেসবুকে খোলা ‘সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন’ নামে একটি ইভেন্ট থেকে শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন আহ্বান করা হয়।

মানববন্ধনে চট্টগ্রামের শত শত যুবক অংশ নেন।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে