রবিবার, ১২ জুন, ২০১৬, ০৩:০৩:১৯

দেশে ২টি জঙ্গি সংগঠন সক্রিয়, নির্মূল করব: আইজিপি

দেশে ২টি জঙ্গি সংগঠন সক্রিয়, নির্মূল করব: আইজিপি

চট্টগ্রাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশে দুটি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। এরা হলো জেএমবি এবং আনসার আল ইসলাম। তারা দেশকে সিরিয়ার মত অকার্যকর করতে চায়।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল করব।

রবিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদবিরোধী অভিযানে সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশ ধারণা করছে।

তিনি বলেন, পুলিশের মনোবল দুর্বল করে ফায়দা লোটার সুযোগ দেওয়া হবে না। পুলিশের মনোবল কখনোই দুর্বল হবে না।

পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে