সোমবার, ২০ জুন, ২০১৬, ১২:৩২:২৯

৭ দিনের রিমান্ডে রবিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কি কি তথ্য পেল পুলিশ?

৭ দিনের রিমান্ডে রবিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কি কি তথ্য পেল পুলিশ?

চট্টগ্রাম : চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় আটক শাহ জামান ওরফে রবিনের ৭ দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত। এই সপ্তাহব্যাপী রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কি কি তথ্য পেল পুলিশ? এই প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, রবিনের কাছ থেকে তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্যই পাওয়া যায়নি। তাছাড়া ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি রবিন কি না- তাও নিশ্চিত হওয়া যায়নি।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, রবিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে নগরীতে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এদিকে ৭ দিনের রিমান্ড শেষে রবিনকে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, রবিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি তেমন গুরুত্বপূর্ণ তথ্য দেননি। মামলার প্রয়োজনে তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে