চট্টগ্রাম : সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেছেন, মিতু হত্যায় এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তদন্তের স্বার্থে মামলা নিয়ে আলোচনা হয়েছে। যদি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তবে নজরদারিতে নয় সরাসরি ব্যবস্থা নেয়া হবে।
রোববার বিকেল ৩টায় সিএমপির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যায় ওয়াসিম ও আনোয়ার সরাসরি জড়িত। ওয়াসিমের গুলিতেই মিতুর মৃত্যু হয়েছে।
সিএমপি কমিশনার বলেন, কী কারণে হত্যা করা হয়েছে এখনো তার ক্লু জানা যায়নি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন ওয়াসিম ও আনোয়ার। তারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, এর মধ্যে ওয়াসিম সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। তার ব্যাকআপ হিসেবে আনোয়ার ছিল।
রোববার বেলা ৩টায় নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে মিতু হত্যা নিয়ে ইকবাল বাহার সাংবাদিকদের ব্রিফ করেন।
এর আগে আজ সকালে ওয়াসিম ও আনোয়ারকে আদালতে নেয়া হয়।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম