চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে আটক দুই আসামির জবানবন্দিতে যে পাঁচজনের নাম উঠে এসেছে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য স্থলবন্দর ও বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি ওয়াসিম ও আনোয়ার জবানবন্দিতে বলেছেন, এসব আসামি সরাসরি কিলিং মিশনে অংশ নিয়িছিলেন। তারা হলেন পুলিশের সোর্স মুসা শিকদার, নবী, রাশেদ, কালু ও শাহজাহান।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির মেট্রোপলিটন কমিশনার ইকবাল বাহার জানান, তাদের ছবি এবং যাবতীয় তথ্য পুলিশের কাছে আছে। তারা যাতে কোনোভাবে দেশ ছাড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম