কক্সবাজার : টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া দুই শতাধিক পর্যটক। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটে এসে পৌঁছেন তারা।
এর আগে দুটি জাহাজে করে শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যান সাড়ে চার শতাধিক যাত্রী। ফেরার পথে জাহাজ কেয়ারি সিন্দাবাদ অতিরিক্ত দুই শতাধিক পর্যটকসহ সাড়ে ছয় শতাধিক পর্যটক নিয়ে টেকনাফ ঘাটে পৌঁছে বলে জানা যায়। অথচ জাহাজটির ধারণক্ষমতা ৩৪৩ জন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম গণমাধ্যমকে জানান, সমুদ্র নিরাপদ হলে কেয়ারি সিন্দাবাদে ৩৪০ জন ও কেয়ারি ত্রুজ অ্যান্ড ডাইনে ৯০ জন মোট ৪৩০ জনকে নিয়ে জাহাজ দু’টি সেন্টমার্টিনে যায়।
তিনি জানান, কেয়ারি ত্রুজ অ্যান্ড ডাইন যাত্রী সেন্টমার্টিনে নামিয়ে দিয়ে বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম চলে যায়। ওই জাহাজের যাত্রীরা কেয়ারি সিন্দাবাদে ফিরে এসেছেন।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. ফয়সাল জানান, শনিবার টেকনাফ দমদমিয়া জেটি দিয়ে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ তিনশ’ ও কেয়ারি ত্রুজ অ্যান্ড ডাইনে একশ’ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেছে। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিতে দেয়া হচ্ছে না।
লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপের নৌ-পথে বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকে। শনিবার থেকে চলাচল স্বাভাবিক হয়। সকাল ১০টার দিকে দমদমিয়ার জেটি থেকে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে কেয়ারির দুটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর