সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪০:২৭

নাফনদী থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার পুলিশ

নাফনদী থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার পুলিশ

কক্সবাজার ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পৌরসভা জালিয়াপাড়া সংলগ্ন নাফনদী থেকে আবারও বাংলাদেশী ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এর আগেও নাফ নদী থেকে ১৪ জনকে ধরে নিয়ে যায় বিজিপি কিন্তু তাদের এখনো ফেরত দেয়নি।
 
সোমবার বিকালে দুই নৌকাসহ তাদেরকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার পুলিশ।  তারা হলেন- মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকায়।
 
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকালে নৌকা নিয়ে একই এলাকার আট জেলে নাফ নদে মাছ শিকার করছিলেন। এক পর্যায়ে বিজিপির টহলদল নৌকাসহ তাদের নিয়ে যায়। এসময় নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে স্থানীয় এক জেলের সহযোগিতায় দুই জেলে কূলে ফিরে আসেন। তারা হলেন- আবদুল  আমিন (২০) ও নুর মোহাম্মদ (২৫)।   
 
পালিয়ে আসা জেলে দুই জেলে জানান, সোমবার সকালে নাফ নদীতে দুটি নৌকা করে আটজন জেলে মাছ ধরতে যান। বিকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের দিকে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন তারা।
 
ডুব দিয়ে ও সাঁতরিয়ে পালিয়ে আসার সময় নাফ নদীতে মাছ শিকার করা অবস্থায় অপর জেলে আবদুল আজিজ তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এখনো ওই ছয় জেলে মিয়ানমার বিজিপির কাছে রয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার।  
 
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি, ধরে নিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে বিজিপির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে কিছুই অবহিত করা হয়নি।
 
মেজর আবু রাসেল আরও জানান, নাফনদীতে বিঙ্গিজাল নিয়ে মাছ শিকার না করতে সম্পূর্ণভাবে নিষেধ করার সত্ত্বেও জেলেরা মিয়ানারের জলসীমানায় গিয়ে মাছ শিকার করছে। তাই বারবার এ ধরণের ঘটনা ঘটছে।  
১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে