মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০২:২২:১৩

অবশেষে বাংলাদেশি ৬ জেলেকে ফেরত দিয়েছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

অবশেষে বাংলাদেশি ৬ জেলেকে ফেরত দিয়েছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে সোমবার আটক করা বাংলাদেশি চার জেলেকে ফেরত দিয়েছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে ঘটনার পরে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে সোমবার রাতেই ওই চার জেলেকে ফেরত আনা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সোমবার বিকেলে নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টের বিপরীতে জলসীমার মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল বাংলাদেশি জেলেদের কয়েকটি নৌকা। সেময় মায়ানমারের বিজিপির একটি টহল দল সেখানে পৌঁছলে বাংলাদেশি জেলেরা পালিয়ে আসার চেষ্টা করে।

তিনি জানান, ‘এসময় বিজিপি ধাওয়া দিয়ে নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনাটি পালিয়ে আসা ও স্থানীয় জেলেরা বিজিবিকে জানালে তাৎক্ষণিকভাবে বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিজিবি ও বিজিপির মধ্যে আলোচনার পর চারজেলেকে ফেরত আনা হয়।’

বাংলাদেশি চার জেলেকে ফেরত আনার পর বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আবুজার।

এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এসব জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান লে. কর্নেল আবুজার আল জাহিদ।

তবে ফেরত আনা জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি বিজিবির এই কর্মকর্তা।
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে