কক্সবাজার থেকে : বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। সমগ্র দেশ আজ ৪৬ তম বিজয় দিবস উদযাপন করছে। বিজয় দিবসে কক্সবাজার স্টেডিয়ামে আজ শুক্রবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
কুচকাওয়াজের পর 'ষড় ঋতুর রঙ্গশালা' শীর্ষক প্রদর্শনীতে কক্সবাজারের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি প্রথম স্থান অধিকার করে। হাজার হাজার মানুষ এই প্রদর্শনী দেখতে ভীড় জমায়। আবহমান বাংলার প্রকৃতি ও ষড় ঋতুর বৈচিত্র্য তুলে ধরা হয় প্রদর্শনীর মাধ্যমে।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ছিল জব্বারিয়া একাডেমির দশম শ্রেণির ছাত্রী তাফরিদা তাহিয়াত হেনা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজে দুই দেহরক্ষী সহকারে মাঠ প্রদর্শন করেন। এসময় উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে বরণ করে নেন। কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করেছে কক্সবাজার সরকারি উচ্চ বালক বিদ্যালয়।
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস