সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ০৮:৪২:৩২

নাফ নদী থেকে ২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

নাফ নদী থেকে ২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শনিবার রাতে এই ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মো. আনোয়ার (২৮) ও আক্তার হোসেন (২৯)। তারা দুজন টেকনাফের চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকার জেলে ছিলেন।

নৌকার মালিক হাসান আলী জানান, শনিবার বিকালে তিনজন জেলে নাফ নদীতে হেচ্ছারখালের বিপরীতে মাছ শিকার করতে যান। রাত ৮টার দিকে বিজিপির একটি টহল দল স্পিড বোটে করে তাদের দিকে আসলে মো. উল্লাহ নামে এক জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে তীরে চলে আসে। পরে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকায় থাকা ওই দুই জেলেসহ নৌকাটিকে তাদের স্পিডবোটের সঙ্গে বেঁধে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় নৌকাসহ দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ওই নৌকার মালিক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। কিন্তু তাকে লিখিতভাবে জানাতে বললে রবিবার রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের অভিযোগ দেননি।

প্রসঙ্গত, গত ২ মাসে এই পর্যন্ত টেকনাফের নাফ নদী থেকে ১৯ জেলেকে অপহরণ করা হয়েছে।
০২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে