কক্সবাজার: এক খেপেই (টানে) জেলের জালে উঠে এলো ৪৩৬টি সামুদ্রিক ‘লাল দাতিনা’ (সামুদ্রিক কৈ প্রজাতির সুস্বাদু মাছ)। যার প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে সাত কেজি এবং বিক্রি হয় সাত লাখ ২০ হাজার টাকায়।
গতকাল শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া সৈকতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ মুসলেম নৌকায় ধরা পড়ে সামুদ্রিক মাছ গুলো।
অন্যান্য দিনের মতো গতকালও সকাল ৬টার দিকে মুসলেম জাল নিয়ে নেমে পড়েন সৈকতে। আর চার ঘণ্টার মধ্যেই ৪৩৬টি মাছ নিয়ে বালুচরে উঠে আসেন তাঁরা। একসঙ্গে এত বিপুল পরিমাণ মাছ শিকার করতে পেরে খুশিতে আত্মহারা মুসলেম ও সঙ্গীরা।
বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই এলাকার বাসিন্দা সাইফুল বলেন, ‘জেলে মুসলেমের নৌকাটিতে ৩২ জন জেলে ছিল। নৌকাটি নিয়ে সৈকতসংলগ্ন এলাকায় পানিতে জেলেরা জাল ফেলে ঘণ্টা দুয়েক টেনে নিয়ে যায়। এ সময় হঠাৎই মাছের বিশাল একটি ঝাঁক পড়ে যায় ওদের জালে। সঙ্গে সঙ্গেই ওরা জাল গুটিয়ে ধরা পড়া মাছ নিয়ে উঠে আসে বালুচরে। মুহূর্তে খবর রটে যায় চারদিকে। দূর-দূরান্তের লোকজনও ছুটে আসে মাছ দেখতে। ’
স্থানীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা মাছ ব্যবসায়ী মোহাম্মদুল্লাহ তাত্ক্ষণিক ৪৩৬টি সামুদ্রিক লাল দাতিনা (স্থানীয় ভাষায় রাঙ্গা চৈ) মাছ কিনে নেন। এসব মাছের দাম পরিশোধ করা হয় ৭ লাখ ২০ হাজার টাকা। মাছের ক্রেতা আরো বেশি দাম পাওয়ার আশায় মাছগুলো চট্টগ্রামের বাজারে নিয়ে গেছেন। বিক্রিলব্ধ টাকার অর্ধেকটা পান নৌকা ও জালের মালিক মুসলেম। বাকি অর্ধেক ভাগ করে নেন সঙ্গী ৩০ জেলে।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর