নিউজ ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বয়োবৃদ্ধ এক গাড়ি চালককে মাঝ রাস্তায় সিজদা করানোর অভিযোগে পুলিশের এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ক্লোজড করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাক চালককে প্রকাশ্যে কান ধরে সিজদা দেওয়ার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে আলোড়ন সৃষ্টি হলে ওই এসআইকে ক্লোজড করার সিদ্ধান্ত নেন কক্সবাজারের পুলিশ সুপার।
কক্সবাজারের পুলিশ সুপার ড.এ.কে.এম ইকবাল হোসেন বলেন, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে দেখার পর সঙ্গে সঙ্গে এসআই তৌহিদুলকে ক্লোজড করার নির্দেশ দিয়েছি।পাশাপাশি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটন করার নির্দেশও দিয়েছি।আগামী ২৪ ঘণ্টার ওই তদন্ত কমিটি আমাকে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্টে যদি ওই পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয় তাকে বরখাস্ত করা হবে।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ এভাবে কাউকে শাস্তি দিতে পারে না।
গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক গাড়ি চালককে মাঝ রাস্তায় সিজদা করান পুলিশের এসআই তৌহিদুল ইসলাম। ভয় দেখিয়ে মাঝ রাস্তায় সিজদা করানোর ঘটনার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। -চ্যানেল আই।
১৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম