কক্সবাজারে সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ
কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলায় রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে নাইক্ষংছড়ির সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে উপজেলার ঈদগাঁওডালায় এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতদের মধ্যে আবু সৈয়দ নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই পরস্পরের আত্মীয়।
ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই মো. ইউসূফ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক আত্মীয়কে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন আবু সৈয়দ ও অন্যরা।
পথে ঈদগাঁও-বাইশারি সড়কে একটি কালভার্টের উপর গাছ ফেলে তাদের অ্যাম্বুলেন্স আটকায় একদল দুর্বৃত্ত। পরে তারা অ্যাম্বুলেন্সের চালক ও রোগীসহ কয়েকজনকে রেখে আবু সৈয়দসহ তিনজনকে ধরে নিয়ে চলে যায়।
অ্যাম্বুলেন্সের লোকেরাই পুলিশে খবর দেয় বলে এসআই ইউসূফ জানান।
আবু সৈয়দের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ
�