কক্সবাজার থেকে: কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়া ‘ডেমো বোমা ’ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার বিকেলে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়ীবাঁধে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি কাজী মতিউল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি ‘নিয়মিত প্রশিক্ষণ বিমান’ উড্ডয়নরত ছিল। বিমানটি এ অবস্থায় আকাশপথে পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটেছে।
তবে ঘটনার প্রথমদিকে এ বিষয়টিকে কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করে।
কাজী মতিউল জানান, ছিটকে পড়া বোমাটি ঘটনাস্থলে এখনো পুলিশ ঘিরে রেখেছে। কক্সবাজার থেকে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে ডেমো বোমাটি হস্তান্তর করা হবে।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে একটি ডেমো বোমা ছিটকে পড়েছে বলে আমিও শুনেছি। বোমাটি নিয়ে আসতে কক্সবাজার থেকে বিমান বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রওনা দিয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর আমিও শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
১৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি