ইকবাল আজিজ, টেকনাফ থেকে: সাগরের ভাঙ্গনে প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপ। বিলীন হয়ে যাচ্ছে দ্বীপের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, মাদ্রাসা-মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা । নাজুক হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক পাঁচ বছর ধরে পানির নিচে। যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। বর্ষা মৌসুমে যাতায়াত অনেক কষ্টকর ৷
দারুল ঈমান মাদ্রাসার শিক্ষক ইয়াহিয়া কলিম জানান, আমাদের শাহপরীর দ্বীপে প্রতিদিনই অনেক ঘর-বাড়ি মাদ্রাসা মসজিদ বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে ৷ শাহপরীর দ্বীপ জালিয়া গুদার সেই পুরানো মসজিদটিতে প্রতিদিন জোয়ারের পানি হানা দেয় ৷ হয়ত কয়েকদিনের মধ্যে এই মসজিদটি পানিতে বিলীন হয়ে যাবে আর দেখবেন না।
তাই স্বদেশী নাগরিক হিসেবে শাহপরীর দ্বীপ বাসীরপ্রতি সরকারী অনুমোদন পাওয়া প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু না করার কারণে তিন-চার বছরের মধ্যে চোখের সামনে শাহপরীর দ্বীপের হাজারখানেক বসতবাড়ি সহ প্রায় চারটি মসজিদ ও ফোরক্বানিয়া মাদ্রাসা পানিতে তলিয়ে গেছে,আরো অনেক তলিয়ে যাওয়ার পথে ৷
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস