শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪২:২৩

শরণার্থী ক্যাম্পে এইচআইভি আক্রান্ত রোহিঙ্গা নারী

শরণার্থী ক্যাম্পে এইচআইভি আক্রান্ত রোহিঙ্গা নারী

কক্সবাজার থেকে : কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা নারীর এইচআইভি পজেটিভ শনাক্ত করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

মেডিক্যাল অফিসার শাহীন জানান, ওই নারী মিয়ানমার থেকে পালিয়ে ‌এসে অসুস্থ হয়ে শুক্রবার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করে।

ওখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর এইচআইভি পজেটিভ ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনার পর আবারও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার এইচআইভি পজেটিভ ভাইরাস ধরা পড়ে। তাকে হাসপাতালের ‘আশার আলো’ ইউনিটে (এইচআইভি পজেটিভ রোগী সেবা কেন্দ্র ) চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে