কক্সবাজার থেকে : কক্সবাজারে নিজ জনগোষ্ঠীর মানুষের গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক রোহিঙ্গা তরুণ। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজারের প্রতিনিধি জানান, উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্রের পাশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শনিবার রাতে আশ্রয়প্রার্থী তরুণকে ছেলেধরা সন্দেহে বেদম মারধর করে উত্তেজিত জনতা। পরে তার মৃত্যু হয়।
যুক্তরাজ্যভিত্তিক ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনেও উঠে এসেছে সেই হত্যাকাণ্ডের কথা। প্রকাশিত হয়েছে, গণপিটুনির সময়কার কয়েকটি ছবি।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন তরুণসহ ২০ জনেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ সন্দেহভাজন ওই ছেলেধরার ওপর আক্রমণ চালায় এবং তাকে পেটাতে শুরু করে।
ছবিতে দেখা যায় পিটুনির এক পর্যায়ে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে লাথি মারতে থাকে উত্তেজিত জনতা।
প্রাণভিক্ষা চাইলে ওই সন্দেহভাজন ছেলেধরাকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। দ্য সান জানায়, শেষ ছবিতে দেখা গেছে ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে আছে এবং লোকজন তা ঘিরে দাঁড়িয়ে আছে।
এমটিনিউজ/এসএস