কক্সবাজার: উখিয়ায় রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামে পুকুরের পানিতে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুকুরে ডুবে এক পরিবারের তিন শিশুর করুণ মৃত্যু।
নিহতরা হলো, রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দু’মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং তার ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আবদুল কাদের ও ছিদ্দিকের পারিবারিক স্বজন মফি উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বাড়িতে মেহমান এসেছে। মেহমানের সঙ্গে আসা অন্য শিশুদের নিয়ে খেলছিল চাচাতো ভাই-বোন সাফা- মারওয়া ও ফাহিম। ধারণা করা হচ্ছে, এ সময় দৌঁড়াতে গিয়ে মারওয়া-সাফা ও ফাহিম উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তিনজনকেই পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি খেলতে গিয়ে অসাবধানতা বশত: চাকবৈঠা গ্রামে তিন শিশু পুকুরে পড়ে করুণ মৃত্যুর শিকার হয়েছে। খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর