কক্সবাজার: রাশিয়ায় বিশ্বকাপের নকআউট রাউন্ডে ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের ছুরিকাঘাতে দুই সহোদরসহ তিন যুবক আহত হয়েছেন। শনিবার (৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের টোটালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবু হানিফ (১৭), খালকাছা এলাকার আলী আজমের ছেলে রেজাউল করিম মানিক (২৫) ও তার ছোট ভাই মো. রুবেল (২৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টায় আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা শুরু হয়। টোটালিয়া পাড়ার একটি চায়ের দোকানে খেলা দেখে বাড়ি ফিরছিলেন তারা। এসময় আর্জেন্টিনা হেরে যাওয়াকে কেন্দ্র করে উল্লাস করতে থাকে ব্রাজিল সমর্থকরা। পরে আর্জেন্টিনা সমর্থক রাজিব ও বাবুল নামের দুই যুবকের সঙ্গে হানিফ, মানিক ও রুবেলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হানিফ ও মানিককে ছুরিকাঘাত করে রাজিব। এতে রুবেল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে হানিফ ও মানিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসকরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আর্জেন্টিনা হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকরা উল্লাস করতে থাকে। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে হানিফ ও মানিককে ছুরিকাঘাত করে রাজিব। আহতের চট্টগ্রামে মেডিকেলে কলেজে ভর্তি করা হয়েছে।