টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নৌকা প্রতীকের বিভিন্ন নির্বাচনি সভায় ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি। এবার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদিকে বাদ দিয়ে তার স্ত্রীকে শাহিন আক্তারকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ।
গত মঙ্গলবার রাতে সাবরাং ইউপির নয়াপাড়া আলহাজ নবী হোসাইন উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় বদি বলেন, ‘মাদক নিয়ে কক্সবাজারের অনেক বদনাম, এখান থেকে নাকি সারা দেশে ইয়াবা সরবরাহ হয়। এই মাদক ইয়াবা সরবরাহ বন্ধ করতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের শাস্তি পেতেই হবে। তাদের কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যারা ইয়াবা ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষক তাদের নৌকায় ভোট দেওয়ার প্রয়োজন নেই। তারা স্বাধীনতার প্রতীক নৌকাকে কলঙ্কিত করবেন না।
বদি বলেন, ‘মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ যখন মাদক সেবন করে সে তখন মনুষত্ব ও চিন্তাশক্তি হারায় এবং অসুস্থ হয়ে অকালে মৃত্যুবরণ করে। কোনও বাবা-মা চায় না তার সন্তান অকালে মৃত্যু ডেকে আনুক। মাদক থেকে সন্তানদের রক্ষা করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাদককের সঙ্গে কোনও দিনও জড়িত ছিলাম না। আমি কোনও ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এক কাপ চাও খাইনি। এরপরও আমাকে নিয়ে নানা সমালোচনা করছেন। ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান, কোনও ইয়াবা ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক থাকলে তারা রেহাই পাবেন না।’
সভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী শাহিন আক্তার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরুল বশর, আওয়ামী লীগ নেতা প্রাক্তন ওসি আব্দুর রহমান, আবুল কালাম, সাবরাং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক নূর হোসেন, ছাত্রলীগ সভাপতি সুলতান মামুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগ ওঠে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকসংক্রান্ত তালিকায়ও তার নাম পাওয়া গেছে। এ কারণে বিতর্ক এড়াতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিন আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়।-বাংলা ট্রিবিউন