টেকনাফ: পূর্ণিমার জোয়ারে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, এতে বেশ খুশি জেলেরা। গত দুই দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড়শ টন জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে। এর ফলে দামও কমেছে ইলিশের। কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মুখে।
কয়েকটি আড়ত ঘুরে দেখা গেছে, নগরীর মাছের আড়ত ফিশারি ঘাটে বসেছে ইলিশের মেলা। আড়তে সাজিয়ে তা বাজারজাত করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। জেলেদের ধরা মাছ আড়তে তুলে হাঁক-ডাক দেওয়া হচ্ছে। নির্ধারিত দামে সেসব মাছ কিনে নিচ্ছেন ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ক্রেতারা। এরপর দূর-দূরান্তে নেওয়ার জন্য ড্রামে সংরক্ষণ করা হচ্ছে মাছগুলো।
জেলেদের হাত থেকে আড়তদার, সেখান থেকে পাইকার এবং বেপারিদের হাত ঘুরে এসব মাছ চলে যাচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা, চাঁদপুর, বরিশাল, যশোরসহ দেশের বড় বড় আড়তে। তবে এবারে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের মণ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ হাজার টাকায়। তবে এর আগেরদিন একই মাছ ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল বলে জানায় মৎস্যজীবীরা। গত দুই দিনে টেকনাফ উপজেলায় দেড়শ টন ইলিশ মাছ (৩ হাজার ২৪০ মণ) জেলেদের জালে ধরা পরেছে।