শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৩:৩২

কক্সবাজারে ইজতেমার আয়োজন

 কক্সবাজারে ইজতেমার আয়োজন

নিউজ ডেস্ক : তাবলীগ জামাতের আয়োজনে আবারও কক্সবাজারে তিনদিনের ‘মিনি ইজতেমা’ শুরু হচ্ছে। জেলাভিত্তিক এই ইজতেমা ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এবার কক্সবাজার শহরের জেলে পার্ক সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে এই আয়োজনের প্রস্তুতি চলছে। আয়োজকদের আশা, এবারের ইজতেমায় দুই লক্ষাধিক মানুষ উপস্থিত হতে পারেন। তবে দেড় লাখ মানুষের বসার আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, তিনদিনের ইজতেমায় কক্সবাজার জেলার আট উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তাবলীগে থাকা বিভিন্ন দেশের মানুষ উপস্থিত থাকবেন। তাদের মতে, এবার কক্সবাজার জেলা ইজতেমায় মানুষের খেদমত করার জন্য ৯টি জামাতে ভাগ করা হয়েছে। প্রত্যেক জামাতে প্রায় ৫০ জন করে কাজ করবেন। আয়োজকরা বলেন, ‘ইজতেমার মূল উদ্দেশ্য হলো তাবলীগে যাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা।’ এবারের ইজতেমার পর প্রায় ৩০ হাজার মানুষ তাবলীগের চিল্লায় যাবেন বলেও তাদের ধারণা। তারা জানান, ইজতেমায় ২০০ টয়লেট, ৪০০ প্রশ্রাব করার জায়গা, ১২টি মোটর, ৩০টি টিউবওয়েল বসানো হয়েছে। আর অনুমতিক্রমে একটি পুকুর ব্যবহার করা হবে। এবারও ইজতেমায় মুসল্লিদের বয়ান দেবেন কাকরাইলের তাবলীগ জামাতের হুজুররা। ইজতেমার কর্মসূচী অনুযায়ী ১৬ ডিসেম্বর মাগরিবের নামাজের পর থেকে ইজতেমার আনুষ্টানিকতা শুরু হবে। প্রত্যেক নামাজের পর বয়ান শুরু হবে এবং ইজতেমার তৃতীয় দিন মোনাজাতের মাধ্যমে ইজতেমার শেষ হবে। ইজতেমা আয়োজনের সাথে জড়িতরা দাবি করেন, প্রত্যেক বছর দেশের ৬৪ জেলার মানুষ বিশ্ব ইজতেমা পালন করতে ঢাকায় যান। বর্তমানে বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে বিশ্ব ইজতেমায় ৩২ জেলার মানুষ ২ পর্বে অংশগ্রহন করবেন এবং বাকি ৩২ জেলার মানুষ নিজ নিজ জেলায় ইজতেমা করার অনুমতি দিয়েছেন মুরব্বিরা। তারই অংশ হিসেবে কক্সবাজার জেলায় ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে