বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৩৩:০৩

বিদেশি সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে ক্যামেরা, কাগজপত্র ছিনিয়ে নিল রোহিঙ্গারা

বিদেশি সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে ক্যামেরা, কাগজপত্র ছিনিয়ে নিল রোহিঙ্গারা

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তিন জার্মান সাংবাদিক ও পুলিশসহ ছয়জনকে বেধড়ক পিটিয়েছে রোহিঙ্গারা। এ সময় রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তাদের কাছে থাকা ক্যামেরা, কাগজপত্রসহ (পাসপোর্ট) গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে।

আহত জার্মান সাংবাদিকরা হলেন- ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হলেন মো. সিহাবউদ্দিন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছিলেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।

তিনি জানান, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্প হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে