নিউজ ডেস্ক : আজ সোমবার (০৬ মে) রাত ৮টা ১৮ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মংডু এলাকায়। জায়গাটি বাংলাদেশ থেকে একশ ৯৪ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
এর আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। এটিকে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছিল জাপানের আবহাওয়াবিদরা। দেশটির হোকাইদোর দ্বীপে এই ভূমিকম্প আঘাত হেনেছিল।