কক্সবাজার থেকে : সম্প্রতি কক্সবাজারে প্রশাসনের অনুমতি ছাড়াই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সমাবেশের নেপথ্যে পাকিস্তান ভিত্তিক আল খিদমাত ফাউন্ডেশনের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া।
ওই প্রতিবেদন দাবি করা হয়েছে রোহিঙ্গাদের সমাবেশ আয়োজনের পেছনে পাকিস্তানের আল খিদমাত ফাউন্ডেশন মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে। আর রোহিঙ্গাদেরকে সমাবেশের আয়োজন করার জন্যও তারাই অর্থ দিয়েছে। অভিযোগ রয়েছে, আল খিদমাত ফাউন্ডেশন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদাকে অর্থ সহায়তা দিয়ে থাকে।
রোগিঙ্গাদের এত বড় সমাবেশের ব্যাপারে আগে থেকে কিছু জানা ছিল না সরকারের। এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভবিষ্যতে যেন রোহিঙ্গারা সংগঠিত হয়ে এমন কিছু করতে না পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে রাখাইনে ভয়াবহ সহিংস ঘটনার দ্বিতীয় বছর পূরণ উপলক্ষে রোহিঙ্গারা এই দিবস পালন করেছেন। এতে প্রায় অর্ধলাখ রোহিঙ্গা জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিব উল্লাহ, মাস্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগমসহ অনেকেই।