নিউজ ডেস্ক : রোহিঙ্গা নেতার কিশোরী কন্যার কান ফোঁ'ড়ানো অনুষ্ঠানে অতিথিদের কেউ এনেছে স্বর্ণালংকার, কেউ এনেছে রুপা। আবার অনেকে নগদ টাকা, এমনকি ছাগল নিয়েও এসেছে।
সম্প্রতি টেকনাফের ‘দু'র্ধ'র্ষ রোহিঙ্গা ডা'কাত’ নূর মোহাম্মদের কিশোরী কন্যার কান ফোঁড়ানো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এভাবে উপহার নিয়ে আসেন। তাদের কাছ থেকে পাওয়া গেছে এক কেজি স্বর্ণালংকার ও নগদ ৪৫ লাখ টাকাসহ আরও নানা উপহার।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে এ চাঞ্চল্যকর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, “নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় হ'ত্যা, ডা'কাতি, অ'পহর'ণসহ অনেক মামলার রয়েছে এবং তিনি মো'স্ট ওয়া'নটেড আসামি।”
তিনি আরও বলেন, “কান ফোঁ'ড়ানোর অনুষ্ঠানে এরকম উপহার সামগ্রী উঠার বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জেনেছি। এ ঘটনার পর থেকে রোহিঙ্গা নূর মোহাম্মদকে ধ'রার জন্য কয়েক দফা অ'ভিযান চালানো হয়েছে। কিন্তু তিনি তার বিশাল অ'স্ত্রধারী ডা'কাত বাহিনী নিয়ে টেকনাফের পাহাড়ে আশ্রয় নিয়েছে। তাই তাকে ধ'রা যাচ্ছে না।”
এবিষয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, “গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনই রোহিঙ্গা নূর মোহাম্মদ তার কন্যার কান ফোঁড়ানোর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এতে গরু-ছাগল জ'বাই করে আয়োজন করা হয় বড় ভোজ অনুষ্ঠানের। আমন্ত্রিতদের অধিকাংশই রোহিঙ্গা ডা'কাত, স'ন্ত্রাসী ও রোহিঙ্গা ই'য়াবা কা'রবারির দল।”