কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের তিন স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহ'ত হয়েছেন। এ সময় আহ'ত হয়েছেন আরো একজন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের দক্ষিণ বালুরচর, পাগলির বিল ও কাটাখালী এলাকায় একই সময়ে এই হ'তাহ'তের ঘটনা ঘটে।
নিহ'তরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর গ্রামের নূর আহমদ প্রকাশ ঠাণ্ডু মাঝির ছেলে নুরুল আবচার (৩৮), পাগলির বিল গ্রামের রামহরি মল্লিকের স্ত্রী শেলী মল্লিক (৪৫) ও মালুমঘাটের কাটাখালী গ্রামের আবদুস সালামের ছেলে শাহাব উদ্দিন (৩০)।
এছাড়া দক্ষিণ বালুরচর এলাকায় আরো একজন আহ'ত হন। তার নাম ওসমান গণি (৩১)। সে পাগলির বিল স্লুইচ গেট এলাকার আবদুল জলিলের ছেলে। তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন এক নারীসহ তিনজন নিহ'ত ও একজন আহ'ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘ব'জ্রপাতে নিহ'তদের পরিবারকে সরকারিভাবে অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও তাৎক্ষণিকভাবে যাতে তারা দাফন-কাফন করতে পারে সেজন্যও সহায়তা দেওয়া হবে।