কক্সবাজার থেকে : গাম্বিয়া গাম্বিয়া স্লোগানে মুখর হয়ে ওঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। পশ্চিম আফ্রিকার এ দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহ'ত্যা চালানোর অ'ভিযো'গে মিয়ানমারের বি'রু'দ্ধে গত ১১ই নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে।
আজ এ ইস্যুতে আদালতে শুনানি শুরু হচ্ছে। এর প্রেক্ষিতে সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আইসিজে গণহ'ত্যার বিচারের আগে ‘গাম্বিয়া, গাম্বিয়া!’ স্লোগানে মুখর করে তোলেন রোহিঙ্গারা। সাইফুর রহমান নামে এক ব্যক্তি তার টুইটে এ স্লোগানের একটি ভিডিও চিত্র প্রকাশ করেন।
মামলায় মিয়ানমার গণহ'ত্যা, ধ'র্ষ'ণ এবং সম্প্রদায় ধ্বং'সের মাধ্যমে রোহিঙ্গাদের ধ্বং'স করার উদ্দেশ্যে গ'ণহ'ত্যামূলক কাজ করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া।
উল্লেখ্য, গাম্বিয়ার দা'য়ের করা মামলার শুনানির জন্য ১০-১২ই ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে আজ ১০ই ডিসেম্বর শুনানি করবে গাম্বিয়া। আর ১১ই ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার। এরপর ১২ই ডিসেম্বর এক সঙ্গে দুই দেশে শুনানি হবে।