মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৫:১২

আল্লাহ তুমি আমাদের কুল কিনারা দাও: রোহিঙ্গা পর্দানশীন নারীর ফরিয়াদ

আল্লাহ তুমি আমাদের কুল কিনারা দাও: রোহিঙ্গা পর্দানশীন নারীর ফরিয়াদ

কক্সবাজার: রোহিঙ্গা পর্দানশীন নারী জাহিদা বেগম (৩৬) আজ মঙ্গলবার পর্যন্ত তিনটি রোজা রেখেছেন। রোজাদার এই নারী সকাল-সন্ধ্যা ধরে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াতসহ তাসবিহ জপছেন। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছেন-যাতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত ব'র্ব'র নি'র্যাত'নের বিচা'রসহ তারা (রোহিঙ্গা) নিজ দেশে নিরাপত্তা'র নিশ্চ'য়তা নিয়ে ফিরে যেতে পারেন।  

জাহিদা বলেন, মহান আল্লাহকে আমরা ধ'রে রয়েছি। আল্লাহই আমাদের শেষ ভরসা'স্থল। তাই রোজা রেখে, কোরআন তেলাওয়াত সহ তাসবীহ জপের মাধ্যমে আল্লাহকে ই বলছি- হে আল্লাহ তুমি আমাদের কুল কিনারা দাও।

তিনি বলেন, তাদের ন্যা'য্য দাবি-দাওয়া পূরণের মাধ্যমে দেশে ফিরে যাবার আকু'তি নিয়ে এক খতম পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। ইতিমধ্যে কোরআনের অর্ধেক তেলাওয়াত শেষ করেছেন।                          

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নম্বর শিবিরের বি ব্লকের বাসিন্দা রোহিঙ্গা মোহাম্মদ ওসমানের স্ত্রী জাহিদা বলেন, আমাদের শিবিরের প্রতিটি বস্তির নারীরাই গত তিন দিন ধরে রোজা রেখেছেন। রোজা ধ'রেছে আমার স্বামী এবং ৫ মেয়ের মধ্যে তিনজনও।
 
তিনি বলেন, মিয়ানমারের সেনারা তাদের উপর ব'র্ব'র নি'র্যা'তন চালা'নোর বিষয়টি নিয়ে বিদেশের আদালতে মামলা হয়েছে। এই মামলায় জেতার উদ্দেশ্যই হচ্ছে বিশেষ প্রার্থনা।  

মিয়ানমারের রাখাইনের তুমবুরু গ্রামের বাসিন্দা জাহিদা স্বামীসহ তার ৫ কন্যা ও ২ ছেলে সহ ২০১৭ সালের সেপ্টেম্বরে নাফনদ পাড়ি দিয়ে আশ্র'য় নেয় উখিয়ার কুতুপালং শিবিরে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে