বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০১:৪৪:৪৯

চলছে দোয়া মাহফিল, ‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লো'গানে মুখ'র রোহিঙ্গা শিবির

চলছে দোয়া মাহফিল, ‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লো'গানে মুখ'র রোহিঙ্গা শিবির

কক্সবাজার: নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরা'ধ আদালতে (আইসিজে) মঙ্গলবার রোহিঙ্গা গ'ণহ'ত্যার শুনা'নিকে কে'ন্দ্র করে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ক্যা'ম্পগুলোতে দোয়া মাহফিল করেছে শরণা'র্থী রোহিঙ্গারা।

মিছিল-সমাবেশের অনুমতি না পেয়ে ক্যাম্পের মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করে তারা। তবে ক্যাম্পের পাশে একটি ছোট জমা'য়েতে ‘গাম্বিয়া গাম্বিয়া’ বলে রোহিঙ্গাদের স্লো'গান দিতে দেখা যায়।

শফিউর রহমান নামের এক ব্যক্তি ওই জমায়েতের একটি ভিডিও টুইটারে পোস্ট করেন। তিনি শরণা'র্থী ও অভিবা'সীদের নিয়ে কাজ করেন বলে নিজের টুইটার প্রোফাইলে উল্লেখ করেছেন।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জমায়েতে অংশ নেওয়া রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখছেন এক ব্যক্তি। এ সময় উপস্থিত রোহিঙ্গারা ‘গাম্বিয়া গাম্বিয়া’ বলে স্লো'গান দিচ্ছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার আইসিজে-তে রোহিঙ্গা গ'ণহ'ত্যার অভিযো'গে মিয়ানমারের বিচা'র শুরু হয়েছে। মামলাটিতে বাদী হয়েছে আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া। তাদের সমর্থনের ঘোষণা দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে