মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৬:৩৩

৯৯৯ ফোন করে নিজের স'ম্ভ্রম রক্ষা করলেন অস্ট্রেলিয়ান নারী

৯৯৯ ফোন করে নিজের স'ম্ভ্রম রক্ষা করলেন অস্ট্রেলিয়ান নারী

কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ির মারমেইড বিচ রিসোর্টে জরুরি সেবা নাম্বর ৯৯৯ ফোন করে নিজের স'ম্ভ্র'ম রক্ষা করলেন এলিসা বুকি (১৯) নামে এক অস্ট্রেলিয়ান নারী পর্যটক। 

গত রবিবারের এ ঘটনায় জড়িত সন্দেহে রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগের ভাই শামিমুল হক স্যামসহ চার জনকে আ'টক পুলিশ। 

এ বিষয়ে রামু থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার হিমছড়ির মারমেইড বিচ রিসোর্টে উঠেন অস্ট্রেলিয়ান নারী পর্যটক এলিসা বুকি। পরে রাতে ঘুমানোর সময় দুই যুবক ওই কটেজে ঢুকে তাকে ধ'র্ষ'ণচেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে ধ'স্তাধ'স্তি করে কটেজ থেকে বের হয়ে চি'ৎকা'র শুরু করেন তিনি। 

পরে ধ'র্ষ'ণচেষ্টাকারীরা পালিয়ে যায়। এ সময় ওই অস্ট্রেলিয়ান নারী আহ'ত হয়। পরে তিনি জরুরি নাম্বার ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চায়।
তিনি আরও জানান, ৯৯৯ এ ফোন পেয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অস্ট্রেলিয়ান পর্যটককে উদ্ধার করে। ধ'স্তাধ'স্তিতে ওই নারী পর্যটক আহ'ত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে