শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ১১:০৮:২১

মাকে বাঁচাতে হাতির বাচ্চার মাটিতে গড়াগড়ি করে কা'ন্না!

মাকে বাঁচাতে হাতির বাচ্চার মাটিতে গড়াগড়ি করে কা'ন্না!

কক্সবাজার: মাকে বাঁচাতে হাতির বাচ্চার মাটিতে গড়াগড়ি করে কা'ন্না! কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁওর গহীন অরণ্যে একটি মৃ'ত মা-হাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে এই মৃ'ত হাতির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছু'টে যান।

ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, রাজঘাট বিট কর্মকর্তার দেয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বার্ধক্যজনিত কারণে মা-হাতির মৃ'ত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো পর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানায়, মা-হাতিটি সকালেও চারদিকে ছো'টাছু'টি করছিল। একসময় হাতিটি মাটিতে শু'য়ে পড়ে। পাশে কাজ করা এক শ্রমিক হাতিটি শুয়ে আছে দেখে দূরে অবস্থান নেন। দীর্ঘক্ষণ নড়াচড়া না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে বিষয়টি জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন হাতিটি মা'রা গেছে।

এলাকাবাসী জানায়, মা-হাতিটির দেহে বেশ কয়েকটি গু'লির চিহ্ন রয়েছে। তাদের ধারণা, কে বা কারা কয়েক দিন আগে মা-হাতিটিকে গু'লি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃ'ত্যু হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, মৃ'ত হাতিটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃ'ত্যুর কারণ জানা যাবে।

এদিকে মৃ'ত হাতিটিকে দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মৃ'ত মা-হাতির পাশে একটি হাতি শাবক বার বার শুয়ে পড়ছিল, গড়াগড়ি খাচ্ছিল এবং কাঁ'দছিল। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিন দৌ'ড়াদৌ'ড়ি করেছিল শাবকটি। মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের ভালোবাসার দৃশ্য দেখে সবার চোখ পানিতে ভিজে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে