বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১:২৮:১৭

কক্সবাজারে ২০ দিনে এসেছে ৫০০ বিদেশি, করোনা ঝুঁ'কিতে রোহিঙ্গারা

কক্সবাজারে ২০ দিনে এসেছে ৫০০ বিদেশি, করোনা ঝুঁ'কিতে রোহিঙ্গারা

কক্সবাজার থেকে : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী করোনা ভাইরাস। ইতোমধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এছাড়াও করোনায় মৃ'ত্যু হয়েছে পাঁচজনের। এদিকে, রোহিঙ্গা ক্যাম্প ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রায় দেড় হাজারের বেশি বিদেশি নাগরিক। 

তাদের মধ্যে মার্চ মাসের গেল ২০ দিনে আকাশ পথে কক্সবাজারের এসেছেন প্রায় ৫০০ বিদেশি নাগরিক। তারা এখন রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ ফেরত কিনা তার কোনো তথ্য নেই বিমানবন্দর কর্তৃপক্ষের। এ বিষয়ে গণমাধ্যমকে ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের মুখপাত্র সৈকত বিশ্বাস জানান, করোনা ভাইরাসের কারণে নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে নিরুৎ'সাহিত করা হচ্ছে।

তবে শর'ণার্থী ত্রা'ণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, গো'পনে যদি কেউ চুরি করে না আসে, মেশিনে ধ'রা না পড়লে তো আমরা বুঝবো না। কারো তো কোনো সিল নেই। কেউ তথ্য গো'পন করে কক্সবাজারে অবস্থান করলে সেটি জানা কঠিন হবে। এ অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো কক্সবাজারে স্বাস্থ্য ঝুঁ'কি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। এনজিও ফোরাম কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আছে, একজনের হলে তাহলে এটা ছড়িয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে