রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৯:০০:৪১

বিয়ের খরচের টাকা দান করে দিলেন করোনা তহবিলে

বিয়ের খরচের টাকা দান করে দিলেন করোনা তহবিলে

নিউজ ডেস্ক : করোনাভাইসারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দরিদ্র মানুষের কাজ নেই। নেই ঘরে খাবার। অসহায় মানুষ পড়েছেন দূর্বিপাকে। এমন অবস্থায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের নব দম্পতি দরিদ্রদের জন্য একটি করোনা তহবিলে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছেন।

বর হেলাল উদ্দিন বলেন,‘১২০০ অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল বিয়েতে। এছাড়া সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু,সেই খরচের অর্থ আমরা দান করে দিয়েছি করোনায় গঠিত তহবিলে।’

করোনায় কর্মহীনদের সহায়তার জন্য তহবিল গঠন করেছে কক্সবাজারে সুশীল সমাজ ও অন্যান্য পেশাজীবীরা। তহবিলের উদ্যোক্তা ইমরুল কায়েস বলেন, ‘নবদম্পতির কাছ থেকে তারা ৫০,০০০ টাকা অনুদান পেয়েছি। এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি ঘটনা।’

প্রতিদিন ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে অনুদান সংগ্রহ করছেন তারা। নবদম্পতির এ সহযোগিতার তাদের কাজকে আরও গতিশীল করবে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে